|
---|
জাকির হোসেন সেখ, ১৮ মে, নতুন গতি, কলকাতা: সপ্তদশ লোকসভার ৫৪৩ টা কেন্দ্রের শেষ দফার ভোটগ্রহণ হবে আগামীকাল রবিবার। রাত পোহালেই সপ্তম দফায় আট রাজ্যের আর ৫৯টি আসনে ভোটগ্রহণের সাথে সাথেই শেষ হবে এবারের সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। পশ্চিমবঙ্গের ৯ টা কেন্দ্রের সাথে অন্য ৭ রাজ্যের মধ্যে বিহারের ৮ টা কেন্দ্রে, ঝাড়খন্ডের ৩ টে কেন্দ্রে, মধ্যপ্রদেশের ৮ টা কেন্দ্রে, পাঞ্জাবের ১৩ টা কেন্দ্রে, চণ্ডীগড়ের ১ টা কেন্দ্রে, উত্তর প্রদেশের ১৩ টা কেন্দ্রে এবং হিমাচল প্রদেশের ৪ টে কেন্দ্রে হবে এই ভোটগ্রহণ।
পশ্চিমবঙ্গের ৪২ টা কেন্দ্রের মধ্যে ছয় দফায় ইতিপূর্বে ৩৩ টা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবারে কলকাতা সহ বাকি তিনটে জেলার ৯ টা কেন্দ্রের মধ্যে রয়েছে ১) কলকাতা উত্তর, ২) কলকাতা দক্ষিণ, ৩) দমদম,৪) বারাসাত, ৫) বসিরহাট, ৬) যাদবপুর, ৭) ডায়মন্ড হারবার, ৮) জয়নগর এবং ৯) মথুরাপুর লোকসভা কেন্দ্র।
গত ১২ ই মে ষষ্ঠ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গের যে ৮টি কেন্দ্রে ভোট হয়েছিল সামান্য হলেও তাতে গন্ডগোলের ঘটনা ঘটায় শেষ দফায় তাই নিরাপত্তাব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়েছে বলে সুত্র মারফত জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের ৯ টা কেন্দ্রের জন্য তাই ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে। রাজ্যের মোট ৯টা কেন্দ্রে তৃণমূল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের মত প্রধান চারটে জাতীয় দল ছাড়াও অন্যান্য আঞ্চলিক দল ও নির্দল মিলিয়ে মোট ১১১ জন প্রার্থী এবারের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। এরমধ্যে মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের মতো
চলচ্চিত্রের দুই তারকাও আছেন প্রার্থী তালিকায়। আরো যেসব তারকা প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে আগামীকাল, তাঁদের মধ্যে রয়েছেন তৃনমূলের প্রবীণ রাজনীতিবিদ সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, ও কাকলি ঘোষ দস্তিদার।
আছেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, নেতাজির ভ্রাতুষ্পুত্র চন্দ্র কুমার বসু,
কলকাতা পৌর পৌরসভার প্রাক্তন মেয়র ও আইনজীবী সিপিএমের বিকাশ ভট্টাচার্য, চিকিৎসক ফুয়াদ হালিম প্রমুখ।
যাদবপুর লোকসভা কেন্দ্রের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন তৃণমূলের মিমি চক্রবর্তী, বিজেপির অনুপম হাজরা এবং সিপিএমের বিকাশ ভট্টাচার্য।
বসিরহাট কেন্দ্রে তৃণমূলের নুসরাত জাহান, বিজেপির সায়ন্তন বসু, বামফ্রন্টের পল্লব সেনগুপ্ত এবং কংগ্রেসের কাজী আবদুর রহিম।
বারাসাত কেন্দ্রে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার, বিজেপির মৃণাল কান্তি দেবনাথ, বামফ্রন্টের হরিপদ বিশ্বাস এবং কংগ্রেসের সুব্রতা দত্ত।
দমদম কেন্দ্রে তৃণমূলের সৌগত রায়, বিজেপির শমীক ভট্টাচার্য, বামফ্রন্টের নেপাল দেব ভট্টাচার্য এবং কংগ্রেসের সৌরভ সাহা।
জয়নগরে তৃণমূলের প্রতিমা মণ্ডল, বিজেপির অশোক কান্ডারি, বামফ্রন্টের সুভাষ নস্কর এবং কংগ্রেসের তপন মণ্ডল।
মথুরাপুরে তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া, বিজেপির শ্যামা প্রসাদ হালদার, বামফ্রন্টের শরৎ হালদার এবং কংগ্রেসের কৃত্তিবাস সর্দার।
ডায়মন্ড হারবারে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির নীলাঞ্জন রায়, বামফ্রন্টের ফুয়াদ হালিম এবং কংগ্রেসের সৌম্য আইচ রায়।
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির রাহুল সিনহা এবং বামফ্রন্টের কনীনিকা ঘোষ।
কলকাতা দক্ষিণে তৃণমূলের মালা রায়, বিজেপির চন্দ্র কুমার বসু, বামফ্রন্টের নন্দিনী মুখার্জি এবং কংগ্রেসের মিতা চক্রবর্তী।