চাষীদের চাষ সংক্রান্ত ঋণ প্রদানে এগিয়ে আসছে বীরভূমের ব্যাঙ্কগুলি

চাষীদের চাষ সংক্রান্ত ঋণ প্রদানে এগিয়ে আসছে বীরভূমের ব্যাঙ্কগুলি

    সেখ রিয়াজ উদ্দিন, নতুন গতি, বীরভূম: ব্যাঙ্ক ঋণের জন‍্য কৃষকদের অপেক্ষার দিন শেষ। এবার ব‍্যাঙ্কগুলি উদ্যোগ নিচ্ছে কৃষকদের প্রয়োজনীয় ঋণ দিতে। আর এবার শুধু কৃষিকাজের জন্য নয়, পশুপালন ও মাছচাষের জন্যও মিলবে ব‍্যাঙ্ক ঋণ। আজ (১০/০২/২০২০) বিকেলে বীরভূমের জেলা সদর সিউড়িতে বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব‍্যাঙ্ক লিমিটেড, সিউড়ি শাখার সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে জানান ব‍্যাঙ্ক কর্তারাই। এদিন উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক তথা নাবার্ডের জেলা উন্নয়ন আধিকারিক সুমর্ত‍্য ঘোষ, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব‍্যাঙ্কের রিজিওনাল অফিসার শুভজ‍্যোতি ভট্টাচার্য ও অরিন্দম সাহা, ইউকো ব‍্যাঙ্কের তরফে এল ডি এম রীতঙ্কর কুণ্ডু, বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব‍্যাঙ্কের চিফ এক্সিকিউটিভ অফিসার বেনজির হোসেন।
    এ বিষয়ে এল ডি এম রীতঙ্কর কুন্ডু জানান, ১ লক্ষ ৬০ হাজার টাকা পযর্ন্ত ব‍্যাঙ্ক ঋণ নিতে কোনো রকম বন্ধকী লাগবে না। এরপর বার্ষিক শতকরা মাত্র ৪ শতাংশ হারে সুদ লাগবে। মানুষজন তাদের পেশাগত উন্নতির জন্য বীরভূমের রাষ্ট্রায়ত্ত্ব ব‍্যাঙ্কে আসুন, ব‍্যাঙ্কের দরজা তাদের জন্য খোলা রাখা হয়েছে। কিষান ক্রেডিট কার্ড বা কে সি সি করানোর জন্য আগামী ২৩ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশেষ প্রচার অভিযান।