|
---|
বীরভূমের রাজনগরের ইসুবপুর গ্রামে বজ্রাঘাতে মৃত্যু এক ব্যক্তির
নতুন গতি ওয়েব ডেস্ক:
বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার ইসুবপুর গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গেছে ইসুবপুর গ্রামের প্রদীপ বাউরি নামে এক ব্যক্তি গতকাল বিকেলবেলা মাঠে গরু চরাতে গেছিলেন। সেসময়ই তাঁর ওপর বজ্রপাত হয় বলে জানা জায়। তড়িঘড়ি তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের পর আজ তার দেহ সৎকারের ব্যবস্থা করা হয় পরিবারের পক্ষ থেকে বলে জানান মৃতের সম্পর্কে কাকা বিধান ঘোষ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।