|
---|
ইলিয়াস মল্লিক, হাওড়া: গত ৫ ফেব্রুয়ারি হাওড়ার মুন্সিরহাটের ভুপতিপুর মোড়ে খুলে দেওয়া হল বুসরা হেল্থ কেয়ার এন্ড ডায়াগনষ্টিকস সেন্টার। এলাকায় এই সর্বপ্রথম উন্নতমানের মাল্টিস্পেশালিটি যন্ত্রাদি সহ একটি সেন্টারের শুভ সূচনা হয়। সোমবার সকালে হাজী বদরে আলম লায়েক ও হাজী শহিদুল্লাহ ফিতে কেটে এই সেন্টারের দ্বারদঘাটন করেন। এলাকার সর্বস্তরের মানুষের বিশাল জমায়েতে উদ্বোধনী অনুষ্ঠান সাফল্য মন্ডিত হয়। আগত অতিথিদের প্রায় ৮০০ জনের মধ্যাহ্ণভোজের আয়োজন করে সেন্টার কর্তৃপক্ষ। ঐদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুমার মহাশয়, শঙ্করহাটি ২নং পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সেখ বরকতউল্লাহ ও তৃনমূল ট্রেড ইউনিয়ন এর সভাপতি মাননীয় তপন চ্যাটার্জি মহাশয়। সেন্টার কর্তৃপক্ষের তরফে জানানো হয় এই প্রথমবার এই এলাকায় এত বড় এলাকা জুড়ে ডায়াগনষ্টিকস সেন্টার করা হয়েছে। ইসিজি, এক্স-রে সহ বিভিন্ন রক্ত পরীক্ষা করা হয়। নিজের ল্যাবরেটরীতে পরীক্ষা করে ঘন্টাখানেক মধ্যে রিপোর্ট দেওয়া হবে বলে জানাই তারা এছাড়াও এখানে বিভিন্ন বিভাগের ডাক্তার থাকবেন বিভিন্ন চিকিৎসার জন্য ও অল্প মূল্যে ওষুধের জন্য রয়েছে সেন্টারের নিজস্ব ফার্মাসি। সেন্টারের কর্ণধার হাজী সেখ ফিরোজ জানান আগামীতে তিনি এই প্রতিষ্ঠানের দ্বিতলে নার্সিং হোম করার পরিকল্পনা নিয়েছেন। তিনি এও জানান এলাকার অসহায় মানুষের সুবিধার্থে চিকিৎসা ও নানা রকমের পরিক্ষার জন্য অতি অল্প মূল্যে পরিষেবা প্রদান করা হবে এখানে।