|
---|
আজিজুর রহমান,গলসি : গলসিতে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রান গেল এক যুবতীর। মৃতের নাম নাদিয়া মল্লিক বয়স আনুমানিক ২১ বছর। তিনি শক্তিগড় থানার মাঝের পাড়া গ্রামের বাসিন্দা। মৃত ওই যুবতী একটি বেসরকারী ফাইনান্স সংস্থায় কর্মরত ছিলেন। সকালে সেই কাজে যোগ দিতে যাচ্ছিলেন। মর্মান্তিক ওই দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ তুলে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সাড়ে আটটা নাগাদ তিনি দুইচাকা গাড়ি নিয়ে গলিগ্রামের কাছে একটি প্রেট্রল পাম্পে ঢুকেছিলেন। সেখান থেকে বেড়িয়ে জাতীয় সড়ক ধরে তিলডাঁঙা গ্রামে তার অফিসের কাজে যাচ্ছিলেন। রাস্তায় উঠে কয়েক মিটার যেতেই পিছন থেকে একটি গাড়ি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঘটনায় তার মাথায় উপর দিকে গাড়ির চাকা চলে যায়। এরফলেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষর্দশীরা। তাদের দাবী, জাতীয় সড়ক সম্প্রসারণের জেরে রাস্তার ধারে লাগানো হয়েছে সিমেন্টের গার্ড ওয়াল। ফলে সংকীর্ণ হয়ে গেছে ১৯ নম্বর জাতীয় সড়ক। এলাকার মানুষের দাবী, রাস্তার কাজ ধীরগতিতে হওয়ায় ওই দুর্ঘটনা। তারা রাস্তার কাজ দ্রুত করার আবেদন জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া। ঘাতক গাড়ির খোঁজ চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।