|
---|
লুতুব আলি, বর্ধমান, ২৫ জুন : মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজকে হাতিয়ার করে জামালপুরে নির্বাচনে লড়ছেন রমজান শা। রাজ্যে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে থেকেই জামালপুরের ভূমিপুত্র, প্রান্তিক মানুষ রমজান শা দশম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রমজান সাহেবের আইকন। স্থানীয়ভাবে রমজান সাহেবের আইকন, অভিভাবক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান। রমজান শা র কথায় : শ্রদ্ধেয় মেহমুদ খান একজন দক্ষ সংগঠক, দূরদর্শী সম্পন্ন মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে মেহমুদ খান ও অন্যান্য নেতৃবৃন্দ এর অকৃত্রিমভাবে পরিশ্রম করার ফলে জেলার মধ্যে জামালপুর দলকে উচ্চ শিখরে নিয়ে যেতে সক্ষম ঘটিয়েছেন। লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী একাধিক প্রকল্প নিয়ে বিরোধীরা ধারাবাহিকভাবে যে প্রচার চালাচ্ছে তা ধোপে টিকছে না। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারি ই এইসব প্রকল্প থেকে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করার শংসাপত্র দিচ্ছে। বেশ কিছু প্রকল্প দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করা তো বটেই আবার আন্তর্জাতিকভাবেও খ্যাতি মিলছে। আবু ঝহাটি ১ নং অঞ্চলের ১০০ নং বুথ থেকে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রার্থী হয়েছেন রমজান শা। এই এলাকার বিরোধী রাও গণতান্ত্রিকভাবে প্রার্থী দেয়ার সুযোগ পেয়েছেন। এলাকায় যে সার্বিক উন্নয়ন হয়েছে তা অন্যান্য জামানাকে ছাপিয়ে গেছে বলে রমজান শা অভিমত ব্যক্ত করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ও উন্নয়নের জোয়ারের ধারাবাহিকতা বজায় রাখতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়ার জন্য দল এই বার্তা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছে।