স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন দেগঙ্গায়

নতুন গতি ডেস্ক: আমাদের দেশ ব্রিটিশ শাসনের শৃংখল থেকে ১৯৪৭ সালের ১৫ই অগাষ্ট ৭৪ বছর আগে মুক্ত হয়ে ভারতের মাটিতে স্বাধীনতার তেরঙ্গা পতাকা উড়িয়ে ছিল। এবছর ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস অত্যন্ত যথাযোগ্য মর্যাদার সঙ্গে সমগ্র দেশ পালন করছে।
সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি জনগণ মুক্তভাবে চলাফেরার যে স্বাধীনতা অর্জন করেছিল তা কি সত্যিই ভারতের প্রত্যেকটি জনগণ পেয়ে থাকে? এ প্রশ্ন চলতে থাকবে, তবুও আমরা ভারত মায়ের সন্তান হিসেবে প্রত্যেক বছরের ন্যায় এ বছরেও মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস পালন করছি।


    স্বাধীনতা দিবসের প্রাক্কালে গভীর রাতে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের শুভ সূচনা অনুষ্ঠান বিভিন্ন স্থানে সম্পন্ন হয়। ব্যতিক্রম ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাজারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল সঙ্গে ছিলেন জেলা পরিষদের বনভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য জনাব এ কে এম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মফিদুল হক সাহাজি, রিঙ্কু সাহাজি প্রমুখ।
    রবিবার সকালে দেগঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারীকরণে জাতীয় পতাকা উত্তোলনে অংশগ্রহণ করেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। সেখান থেকে মানুষের জন্য বার্তা দেন স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল। তিনি বলেন, আমাদের দেশ দীর্ঘ লড়াই তিতিক্ষার মধ্যে দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে আমরা তা কখনো হারাতে দেব না। তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের জনগণ এই দেশ আমাদের মায়ের সমান। কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ বলেন,  ভারত মায়ের যে সমস্ত বিপ্লবীরা দীর্ঘ লড়াই তপস্যার মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাঁদেরকে নতমস্তকে শ্রদ্ধা সালাম ও প্রণাম জানাই। আজ আমরা এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি ভারতবর্ষে যে কেন্দ্রীয় সরকার বিভাজনের রাজনীতি করতে চেয়েছে তা ভারতের স্বাধীনতাপ্রেমী মানুষ কখনোই মেনে নেবে না,তাদেরকে যে কোনো মূল্যে বর্জন করবে তাই আসুন স্বদেশপ্রেমী আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কেন্দ্রের বিজেপি বিরোধী শক্তিকে আরো একবার হঠাতে স্বাধীনতার দিনে শপথ গ্রহণ করি। ব্লক সভাপতি মফিদুল হক সাহাজি তার বক্তব্যে বলেন ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। কবির বাণী কে সামনে রেখে দেশ মায়ের ভালোবাসায় সবাই এক হয়ে এগিয়ে যাবো এটাই আমাদের আজকের দিনে প্রত্যাশা। সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক তিনি বলেন আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ভারত মায়ের সন্তান আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী তাই আমরা কোন ভেদাভেদ না করে সবাই এক হয়ে কাজ কর।
    উল্লেখ করা যায় যে, স্বাধীনতার দিনে জাতীয় পতাকা উত্তোলনের পরবর্তী সময়ে বিধায়কের নেতৃত্বে কর্মাধ্যক্ষ, সভাপতি সাহেব এর উপস্থিতিতে দেগঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হাজির হন জনপ্রতিনিধিরা। সেখানে অসুস্থ রোগীদের হাতে ফুল মিষ্টি তুলে সৌজন্য বিনিময় করেন তাঁরা। দেগঙ্গার বিভিন্ন অঞ্চলে জাতীয় পতাকা উত্তোলন রহিমা মন্ডল এ কে এম ফরহাদ মফিদুল হক সাহাজিদে’র সঙ্গে ছিলেন আনিসুর রহমান বিদেশ রিঙ্কু সাহাজি পম্পা দত্ত প্রমুখরা