|
---|
বীরভূম: রামপুরহাট কাণ্ডে এবার গ্রেফতার আরও ৩জন – শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ। মালদহ, রামপুরহাট ও ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
ধৃতদের বুধবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। এফআইআরে নাম থাকা বাকি অভিযুক্তদের খোঁজেও চলছে জোর তল্লাশি।
এই ঘটনায় এবার ২ দমকল আধিকারিককে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তাদের বয়ান রেকর্ড করা হবে।