|
---|
নিজস্ব প্রতিবেদক:- আইনজীবীকে অতর্কিত আক্রমণের ঘটনায় উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার কান্দি আদালত চত্বর। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় আক্রান্ত আইনজীবী আবুল বাসার আহত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কান্দি থানা ও আদালত চত্বরে থাকা কর্তব্যরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।এদিন দুপুরে ছাতিনাকান্দির বাসিন্দা শ্রীদাম মন্ডল তার মেয়ের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা নিয়ে কান্দি মহকুমা আদালত চত্বরে হাজির হয়। সেই সময় আইনজীবী আবুল বাসারের সাথে বিতর্কে জড়িয়ে পরে। শ্রীদাম মন্ডল অতর্কিতে আইনজীবীর ওপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনার কথা শুনে কান্দি মহকুমা আদালতের অন্যান্য আইনজীবীরা ছুটে আসে। পাল্টা শ্রীদাম মন্ডল কেও মারধর করা হয় বলে জানা গিয়েছে। দুই পক্ষের সংঘর্ষের জেরে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে কান্দি মহকুমা আদালত চত্বর। পরে কান্দি থানার পুলিশ ও কান্দি মহকুমা আদালতের কর্তব্যরত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কান্দি থানার পুলিশ শ্রীদাম ঘোষ কে গ্রেফতার করেছে।আক্রান্ত আইনজীবী আবুল বাসার বলেন, “আজকে বিবাহ নিয়ে মিমাংসা চলছিল। মিমাংসা চলাকালীন আমাদের ওপর আক্রমণ করে শ্রীদাম মন্ডল। বর্তমানে আমি হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমি কান্দি থানায় শ্রীদাম মন্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করেছি।” কান্দি মহকুমা আদালতের আইনজীবীরা জানান, “যে কোন মিমাংসা চলতে পারে। তাই বলে কোনও আইনজীবীর ওপর এই ভাবে আক্রমণ আমরা মানতে পারিনা। এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”অন্যদিকে এই ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ প্রশাসন।