|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
পূর্ব বর্ধমান ২নং ব্লকে বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশন এর সদস্য ক্লাব নান্দুর দেবু স্মৃতি সংঘ এর পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এইদিন রক্তদান শিবিরে ৭০ জন রক্তদাতা রক্তদান করেন।
উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ জনাব বাগবুল ইসলাম, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাবলু পাল, সনত মন্ডল, ক্লাব অ্যাসোসিয়েন এর সম্পাদক পার্থ ঘোষ, বৈকুণ্ঠপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান, ব্লকের বিশিষ্ট সমাজসেবক সভ্যসাচি চৌধুরী, সহ ক্লাব অ্যাসোসিয়েন এর সকল পদাধিকারীগণ। এলাকার সাধারণ মানুষ এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।