|
---|
সংবাদদাতা : BASE সংগঠনের সহযোগিতায় এবং সংখ্যালঘু নাগরিক সুরক্ষা মঞ্চের উদ্যোগে । আরামবাগের থানার অন্তর্গত আরান্ডি পঞ্চায়েত এলাকায় ঈদ কিট (খাদ্য সামগ্রী)বিতরণ। Covid-19 নভেল করোনাভাইরাস এর আক্রমণে সারা পৃথিবী যখন দিশেহারা। মানুষ কর্মহীন সামনে ঈদ উৎসব সেই ঈদ উৎসবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আরামবাগ থানার অন্তর্গত আরান্ডি পঞ্চায়েত এলাকায় এবং মাধবপুর পঞ্চায়েত এলাকায় ঈদ কিট (খাদ্য সামগ্রী)বিতরণ করা হলো। “Bengal Academia for Social Empowerment ” উদ্যোগে “সংখ্যালঘু নাগরিক সুরক্ষা মঞ্চের “পরিচালনায় । দুঃস্থ মানুষদের ঈদ কিট বিতরণ করা হয় (সিমুই , চিনি, আমুল দুধ, সরষের তেল, লাইফ বয় সাবান,) প্যাকেট মোট ৭০ জন দুস্থ মানুষকে নিত্যপ্রয়োজনীয় ঈদ কিট সোশ্যাল ডিস্ট্যান্স মেনে বিতরণ করা হয়। কর্মহীন মানুষ ঈদ কিট পেয়ে খুশি । BASE সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী তাজউদ্দিন এবং সংখ্যালঘু নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি নুর মোহাম্মদ খান, সম্পাদক কামরুজ্জামান মিদ্দে, মাহামুদুল হাসান ,কামরুল খান ,মিন্টু সহ অন্যান্য সহকর্মী গন।