|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া; নদীয়ার শান্তিপুর মেলের মাঠ, দক্ষিণপাড়া অঞ্চলে এলাকাবাসী বিভিন্ন জায়গায় পড়ে থাকা মৃত হনুমানের দেহ দেখতে পায়। স্থানীয় শান্তিপুর থানা, বন বিভাগ দপ্তর, এবং এলাকার বন্যপ্রাণীদের নিয়ে কাজ করা সংগঠন কে খবর দেয়। এখনো পর্যন্ত চারটি হনুমানের মৃতদেহ উদ্ধার করলেও, এলাকারই বিভিন্ন গাছে বসে অসুস্থ অনুভব করছে আরো ছটি হনুমান। ঠিক কি কারণে এ ধরনের ঘটনা, এখনো পর্যন্ত জানতে না পারলেও এলাকাবাসীর অনুমান কেউ বা কারা খাবারে বিষ মিশিয়ে ধরনের ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে। শান্তিপুর থানার ওসি, এডিএফও, সহ বনবিভাগের গুরুত্বপূর্ণ আধিকারিক গান দেহগুলি ময়নাতদন্ত করার পর সঠিক ভাবে জানা যাবে বিষয়টি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।