|
---|
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ: গত মঙ্গলবার রাত্রি সময় কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত 5 জন শ্রমিকের। প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার বাহাল নগর গ্রামে। খবর পাওয়ার পর থেকেই বাড়িতে চলে কান্নাকাটির ঝড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে ও আরো অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ব্যবস্থা পাইয়ে দেওয়া হবে। আজ পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পরিবারের সদস্য দের হাতে 5 লক্ষ টাকা রাজ্য সরকারের তরফ থেকে ও জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2 লক্ষ টাকা দেন, রাজ্য ও জেলা নেতৃত্ব দের সঙ্গে নিহত পরিবারের সদস্য দের সঙ্গে দেখা করেন জলঙ্গী ব্লক তৃণমূল কংগ্রেস দক্ষিণ জোনের নেতা আরিফ বিল্লাহ ও সেখান থেকে ফিরে এসে নিহত দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মৌন মিছিলের আয়োজন করা হয়। এই মৌন মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মী দের ভিড় ছিল চোখে পড়ার মতন। ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা আরিফ বিল্লাহ বলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাছে আর্জি জানিয়েছি যেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন পার্লামেন্টে ,
আরো বলে আরিফ বিল্লাহ এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়জে বিজেপির কেন্দ্র র সরকার দেশ চালানোর যোগ্যতা হারিয়ে ফেলেছে,যেখানে প্রধান মন্ত্রী বলেছেন জম্মু কাশ্মীর থেকে 370 তুলে নিয়ে সেখানে কোনো সমস্যা নেই,তাহলে কি করে জঙ্গি ঢুকে নিরীহ 5 শ্রমিক কে গুলি করে হত্যা করলেন,
এদিন এই মৌন মিছিলে উপস্থিতি ছিল সাদি খাঁন দেয়াড় গ্রাম পঞ্চায়েত প্রধান মহা বুল ইসলাম,ও এলাকার বিভিন্ন মেম্বার ও প্রধান ,কর্মী গণ,