ফ্রেজারগঞ্জে থানার কোয়ার্টারের মধ‍্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী ওসি

নবাব মল্লিক,নতুন গতি, বকখালি: ফ্রেজারগঞ্জে থানার কোয়ার্টারের মধ‍্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী ওসি, ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই পুলিশ আধিকারিক। মাত্র কয়েকমাস আগেই পদোন্নতির পর মন্দিরবাজার থেকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার অফিসার ইনচার্জ হন তিনি।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বড়দিন উপলক্ষে বকখালি ব্রিজ থেকে হেনরিজ আইল্যান্ড পর্যন্ত কর্তব্যরত ছিলেন গৌতম বিশ্বাস নামে ওই আধিকারিক। নিজে দাঁড়িয়ে থেকে মানুষকে সচেতন করেছেন বিভিন্ন বিষয়ে। ডিজে বক্স বাজানো, প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন। রাত এগারোটা নাগাদ ডিউটি সেরে থানায় ফেরেন তিনি। এরপরই কোয়ার্টারে চলে যান। বৃহ্স্পতিবার বেলা হয়ে গেলেও তিনি থানায় না আসা পুলিশকর্মীরা আবাসনে যান তাঁকে ডাকতে। ডাকাডাকি করে সাড়া না মেলায়, আবাসনের জানলার কাছে যেতেই তাঁরা দেখতে পান, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন গৌতমবাবু। এরপরই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে গৌতমবাবুর পরিবারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ আধিকারিক।

    মিশুকে স্বভাবের গৌতমবাবু নিজের দায়িত্বও খুব ভালভাবেই সামলাচ্ছিলেন উপকূল থানায়। সহকর্মীদের কথায়, সকলের সঙ্গেই সুসম্পর্ক ছিল গৌতমবাবুর। এমন ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া এলাকায়।