পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সূর্য গ্রহণ পর্যবেক্ষণ

 সেখ ইমরান,নতুন গতি,কেশপুর:-
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি ও মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হলো সূর্য গ্রহণ পর্যবেক্ষণ শিবির।

    এদিন সকালে দীর্ঘদিন পরে ঘটা এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে মেদিনীপুর কলেজ মাঠে জড়ো হয়েছিলেন উৎসাহি মানুষজন। ছিল ছাত্র-ছাত্রীরাও। শিবিরে উপস্থিত হয়ে বিশেষ চশমার সাহায্যে মহাজাগতিক দৃশ্য পর্যবেক্ষণ করেন উৎসাহী ব্যক্তিবর্গ। একদিনের সূর্যগ্রহণ বিষয়ে বক্তব্য রাখেন বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য।

    আরো উপস্থিত ছিলেন বাবুলাল শাসমল, ডাঃ দেবব্রত চ্যাটার্জী,সন্টু ওঝা, চন্দ্রশেখর দাস,পলি শূর ,সুদীপ কুমার খাঁড়া, অসীম কুমার ভকত, অমিত সাহুসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।