|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: নিজের শিল্প সৃষ্টির মাধ্যমে অশ্বত্থ পাতা কেটে তাতে পৃথিবী এঁকে বিশ্ব পরিবেশ দিবসে পৃথিবীর পরিবেশ রক্ষার বার্তা দিলেন শিক্ষক শিল্পী নরসিংহ দাস। শনিবার ৫ জুন সারা বিশ্বে পালিত হল পরিবেশ দিবস। এই বছরের থিম ছিল- বাস্তুতন্ত্র পুনরুদ্ধার। সারাবিশ্বে জুড়ে বৃক্ষরোপণের মাধ্যমেই এই দিনটি উদযাপন করা হয়। সরকারি দফতর, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সংগঠনের সদস্য তথা ব্যক্তিগত উদ্যোগে চারাগাছ রোপন করা হয়। একটু অন্যভাবে এই দিনটি কে পালন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা সদর মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ) -র ভূগোল বিষয়ক শিক্ষক নরসিংহ দাস। নরসিংহ বাবু একটি অশ্বত্থ পাতা কেটে তাতে একটি ছবি তৈরি করে বিশ্ব পরিবেশ দিবসের বার্তা দেন। তাঁর ঐ শিল্পসত্বায় ফুটে উঠেছে- একটি বৃক্ষের শাখা প্রশাখা সবুজে ভরা। বৃক্ষের সবুজে ভরা অংশগুলোতে এক একটি মহাদেশ দেখানো হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন- কেবলমাত্র বৃক্ষই পারে মহাদেশ তথা স্থলভাগকে সবুজ রাখতে। নগরায়ন, বিশ্বায়ন, বননিধন ও অত্যধিক দূষণের কারণে সারা বিশ্বে আজ স্বাভাবিক বনভূমির পরিমাণ হ্রাস পেয়েছে। যে কারণে জলবায়ুর পরিবর্তন, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্র জলতলের বৃদ্ধি ও জীববৈচিত্র্য হ্রাসের মতো ঘটনা ঘটে চলেছে। কেবলমাত্র বৃক্ষই পারে পৃথিবীর সুস্থতা বজায় রাখতে। এই ভাবনা থেকেই তাঁর এই শিল্প। পরিবেশ দিবসের দিনে যেখানে সবাই বৃক্ষরোপণের কথা বলে, সেখানে পাতা কেটে এমন শিল্প কেন? উত্তরে তিনি বলেন- তিনি গাছের পাতা সরাসরি গাছ থেকে তোলেননি, নীচে পড়ে থাকা পাতা সংগ্রহ করে এই শিল্প সৃষ্টি করেছেন। অশ্বত্থ পাতা কেটে তৈরি ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন। তাঁর সেই পোস্টে অনুরাগীরা বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিল্পী নরসিংহ বাবুকে কুর্নিশ জানিয়েছেন। নরসিংহ বাবু বরাবরই এইরকম। কাগজে ছবি আঁকার পাশাপাশি তিনি কখনো কালোজিরা, শাকসব্জি, লতা-পাতা দিয়ে, কখনো দেশলাই কাঠি দিয়ে, কখনো মুসুর ডাল দিয়ে এই ধরনের শিল্প সৃষ্টি করে থাকেন।