হায়দরাবাদে ক্রিকেট টুর্নামেন্টে শুধু হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণেরা সুযোগ পাবে এই নিয়ে নেট দুনিয়ায় চাঞ্চল্য

নতুন গতি ওয়েব ডেস্ক: খেলার মাঠে মানুষে মানুষে জাতপাতের ভেদাভেদকে দূরে রাখার একটা জায়গা বলেই ভাবা হয়। খেলার মাঠে সবাই খেলোয়াড়, সেখানে গায়ের রং, ধর্ম, জাত, বর্ণ, দেশ, জাতি কোনো কিছুই ভেদাভেদ করে না। এটাই খেলার মাঠের চেতনা। কিন্তু হায়দরাবাদে একটি ক্রিকেট টুর্নামেন্টে যা হচ্ছে, তাতে অকল্পনীয়।হায়দরাবাদে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে শুধু হিন্দুধর্মীয় একটি বিশেষ বর্ণের মানুষকে নিয়ে। টুর্নামেন্টের নিয়মে বলা হয়েছে, ব্রাহ্মণরা ছাড়া আর কোনো বর্ণের মানুষ টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। পরিচয়পত্র দেখিয়ে বর্ণ প্রমাণের নিয়মও রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই টুর্নামেন্টের পোস্টার ছড়িয়ে পড়ার পর থেকে চারদিকে চলছে সমালোচনা। যদিও এ ব্যাপারে আয়োজকেরা বলছেন, ‘এটা হিন্দুধর্মের অন্য কোনো বর্ণ কিংবা অন্য কোনো ধর্মের প্রতিও বিদ্বেষ থেকে করা হয়নি। টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে শুধু মন্দিরের কাজে নিয়োজিত মানুষের বিনোদনের একটা ক্ষেত্র তৈরি করে দেওয়ার উদ্দেশ্যে।’ গত ২৬ ও ২৭ ডিসেম্বর হয়ে যাওয়া টুর্নামেন্টটির একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে একটি নিয়ম লেখা আছে, ‘প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই প্রমাণ হিসেবে তাঁদের আইডি কার্ড দেখাতে হবে এবং অন্য কোনো বর্ণের খেলোয়াড় এতে খেলতে পারবেন না।’