প্রধানমন্ত্রীর নামে কটূক্তির প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মারধর

নতুন গতি ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর নামে কটুক্তির প্রতিবাদ করায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের চাচোল থানায়। মারধরের সংস্কৃতি তৃণমূলের নয় গ্রাম্য বিবাদের জেরে ঘটনা দাবি তৃণমূলের।

    জানা গিয়েছে, আক্রান্ত বিজেপি কর্মীর নাম অমর চন্দ্র দাস। তিনি চাচল থানার আশ্রমপাড়া এলাকার বাসিন্দা। গতকাল রাতে চাচোল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জল আনতে যান তিনি। অভিযোগ সেই সময় কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধে কটুক্তি করছিলেন। এরই প্রতিবাদ করেছিলেন তিনি। অভিযোগ প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। গুরুতর আঘাত পান চোখে। এই ঘটনার সাথে তৃণমূল জড়িত বলে অভিযোগ তার। ঘটনা লিখিত অভিযোগ দায়ের হয়েছে চাচোল থানায়।

    যদিও সমস্ত রকম অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন, তিনি বলেন মারধরের সংস্কৃতি তৃণমূলের নয় গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা! আর যার দায় চাপাতে আসছে তৃণমূলের উপর! পুলিশকে বলব ঘটনার সঠিক তদন্ত করতে।