|
---|
সুফি রফিক উল ইসলাম,মেমারি: ২১ ফেব্রুয়ারি,
পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার উদ্যোগে মেমারি নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন যে একুশে উদ্যান চত্বর ছিল, তার আমূল সংস্কার করে নবরূপে সজ্জিত করে একুশে উদ্যান চত্বর কে এক সুদৃশ্য পরিসরে পরিবর্তন করে স্থায়ী একুশে স্মারক সহ সুপ্রতিষ্ঠিত করা হয়েছে।এই মহতী উদ্যোগ আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার মধ্য দিয়ে ভাষা প্রেমী মানুষ কে সঙ্গে নিয়ে মেমারি পৌরসভার পৌরপ্রধান স্বপন বিষয়ী, উপ পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত এই নব সংস্কার করা একুশে উদ্যান ও একুশে শহীদ স্মারকের উন্মোচন ঘটান। কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ মালিক, সেখ ইউসুফ,বাপি ব্যানার্জী,সুনীল মুর্মু, প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ দে, মেমারি মিলন সংঘ শহর গ্ৰন্থাগারিক সঞ্জয় দাস,সমরেন্দ্র দাশগুপ্ত, সৌম্যকান্তি সিনহা,দিব্যেন্দু ভট্টাচার্য, শক্তি আচার্য, জানকীনাথ মুখোপাধ্যায়, জয়দেব বাগ, পম্পা রায়, দেবদাস নন্দী গৌতম নন্দী প্রমুখ সহ বেশকিছু মানুষের উপস্থিত ছিলেন এই মহতী উদ্যোগ কে স্মরণীয় করে তুলতে। মেমারির ভাষা প্রেমী মানুষের বহুদিনের আকাঙ্খা, একুশে উদ্যানে স্থায়ী একুশে শহীদ স্মারক নির্মাণ, তা আজ পূরণ হল। সেই সঙ্গে একুশে উদ্যান চত্বর কেও সুচারু রূপে নতুন ভাবে সাজিয়ে দেওয়ার জন্য মেমারি পৌরসভা অবশ্যই কৃতিত্বের স্বাক্ষর রাখে। ঘটনাক্রমে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঘটনার দিন বাংলা তারিখ টি ছিল ০৮ ফাল্গুন —-আজ সেই তারিখ টিও মিলে গেছে। জয়দেব বাগ,পম্পা রায়ের সঙ্গীত পরিবেশন, পৌরপ্রধান,উপ পৌরপ্রধান,কৃষ্ণপদ মালিক,জানকীনাথ মুখোপাধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর সুচারু বক্তব্য নিবেদন করেন।