|
---|
লুতুব আলি : কালী পূজার প্রাক্কালে বায়ু দূষণ রোধে চেতনতামূলক সাইকেল র্যালিতে অংশ নিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। শব্দবাজিতে দূষণ রোধ করতে কলকাতা হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করায় পূর্ব বর্ধমানের সাইকেলিং ক্লাব সবুজ আতশবাজি ব্যবহার করার লক্ষ্যে ২২ অক্টোবর সন্ধ্যায় এক এক সাইকেল র্যালির আয়োজন করে। কৃত্রিম শব্দবাজি পরিবেশকে দারুন ভাবে ক্ষতি করে এ ব্যাপারে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ও নির্দেশিকা জারি করেছে। এদিন সন্ধ্যায় পূর্ব বর্ধমানের মেমারি থানার দেবীপুর, জামালপুর থানার সাদিপুরে, শক্তিগড় থানার বড়শুল থেকে শক্তিগড় পর্যন্ত সান্ধকালীন সাইক্লোথন আয়োজিত হল। ব্যাটারি চালিত আলোক শয্যায় সাজিয়ে সাইকেলিং ক্লাবের সদস্যরা, শুভানুধ্যায়ী ও কাছের মানুষ, কাজের মানুষ এলাকার প্রিয় বিধায়ক নিশীথ কুমার মালিক র্যালিতে অংশ নিলেন। নিশীথ কুমার মালিক বলেন, আলোর উৎসব দেওয়ালি, ছট পুজো, জগদ্ধাত্রী পুজোতে মানুষ যেন কৃত্রিম আতশবাজি ব্যবহার না করেন তার বিরুদ্ধে সচেতনতা লক্ষ্যে এই কর্মসূচি। একইসঙ্গে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ কেউ আমরা মান্যতা দিতে চাই। এই র্যালিতে অংশ নিয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার সাইকলিং ক্লাবের সাধারণ সম্পাদক সন্দীপন সরকার সহ মোঃ হাবিব, মোঃ সিরাজ উদ্দিন, শেখ মাফুজ, শেখ রতন, প্রাক্তন শিক্ষক জয়ন্ত বিশ্বাস, শেখ নাজির, পতিত পাবন পাল, আলমগীর হোসেন মন্ডল, শেখ সাইন প্রমুখ। এছাড়াও বড়শুল ক্রিকেট কোচিং সেন্টারের শিক্ষার্থীরা, পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতির সদস্যরা সহ বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।