|
---|
মঞ্জুর মোল্লা,নতুন গতি,নদীয়া: নচিমন ও টোটো সংঘর্ষে হাত কাটা পড়লো এক মহিলার গুরুতর জখম এক, নাম শাহাজান বিবি (৫৫)। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়ায়। সূত্রের খবর নদীয়ার নাকাশিপাড়া রঘুনাথগঞ্জ থেকে নচিমনে করে বেথুয়াডহরী বাজারে আসছিল একটি টোটো ধর্মদা থেকে বেথুয়াডহরী দিকে আসছিল হঠাৎই বিল্লগ্রাম রাজ্য সড়কের উপরে টোটো গাড়ি কে ধাক্কায় গুরুতর জখম মহিলার নাম শাহাজান বিবির ডান হাত কেটে পড়ে যায় আরো এক মহিলা জখম হয়। স্থানীয় লোক উদ্ধার করে শাহাজান বিবিকে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসকেরা তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। দুর্ঘটনাগ্রস্ত বাড়িতে ঢুকে নাকাশিপাড়া থানার পুলিশ আটক করেছে নচিমন চালকের সন্ধান শুরু করেছে পুলিশ।