|
---|
নতুন গতি, মালদা, ৩০শে অগাস্ট ঃ মালদার ইংরেজবাজারের সকলের পরিচিত সুস্থানী মোড় এলাকায় C.I.T.U অনুমোদিত জনপথ পরিবহন মজদুর ইউনিয়নের সম্মেলন সুস্থানী মোড় এলাকায় অনুষ্ঠিত হলো। উল্লেখ্য বিগত ২০১১ সালে বাংলায় রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের পরবর্তীতে এই এলাকায় অবস্থিত ইউনিয়ন অফিস ও পরিবহন শ্রমিক দের উপরে পুলিশ প্রশাসন ও শাসক দল তৃণমূল কংগ্রেসের চাপ বাড়তে থাকে। পরিবহন শ্রমিকরা সেই চাপের কাছে নতি স্বীকার করে ও মিথ্যা প্রলোভনে পা দিয়ে ইউনিয়নের লাল পতাকা নামিয়ে রেখেছিল। দীর্ঘ ৮ বছর ধরে ইউনিয়নের স্বাভাবিক কাজকর্ম বন্ধ করে রাখা হয়েছিল। জীবনের বাস্তব অভিজ্ঞতার নিরিখে মিথ্যার মোহজাল ছিন্ন করে তারা ফিরে এলেন তাদের প্রিয় ইউনিয়নে ও প্রিয় সংগঠনে। আজ সুস্থানী মোড় এলাকায় হাতে রক্ত পতাকা তুলে নিয়ে প্রকাশ্য সম্মেলনের মধ্য দিয়ে নতুন কার্যনির্বাহী কমিটি তারা গঠন করলেন।তাদের সকলকে লাল সেলাম জানান উপস্থিত C.I.T.U মালদা জেলা কমিটির পক্ষে থেকে কৌশিক মিশ্র ও নুরুল ইসলাম।