|
---|
নিজস্ব প্রতিনিধি : কর্তৃপক্ষের দেওয়া শত বাধা সত্ত্বেও প্রেসিডেন্সিতে বাবরি মসজিদ ধ্বংস সংক্রান্ত, আনন্দ পটবার্ধন নির্দেশিত তথ্যচিত্র ‘রাম কে নাম’ প্রদর্শিত হচ্ছে।
প্রথমে পোর্টকোতে প্রদর্শন করার ব্যবস্থা হলে কর্তৃপক্ষ সেখানে ইলেক্ট্রিকের কানেকশন কেটে দেয়, বারবার বলার পরেও কানেকশন দেয়না।
পরে ব্যাডমিন্টন কোর্টে ‘রাম কে নাম’ দেখানোর ব্যবস্থা করা হয়।
প্রেসিডেন্সির সকল পড়ুয়াদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে স্ক্রিনিং সাফল্য পেয়েছে। সংহতি বার্তা পাঠিয়েছেন গায়ক কবির সুমন, নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন, অভিনেত্রী অপর্না সেন প্রমুখ। প্রেসিডেন্সির সকল শুভবুদ্ধিসম্পন্ন পড়ুয়াদের সংগ্রামী অভিনন্দন।