|
---|
সেখ সামসুদ্দিন, ১৮ ডিসেম্বর : মেমারি সংঘশ্রী ক্লাব ও লায়ন্স ক্লাব অফ দরদিয়ার উদ্যোগে মায়ের কোল পাড়া পুজো মণ্ডপের সামনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেমারি পুরসভার প্রশাসক স্বপন বিষয়ী। উপস্থিত ছিলেন মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী। বর্ধমান শহীদ শিব শংকর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের সহযোগিতায় ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। লায়ন্স ক্লাব অব দরদিয়া খুব শিগগিরই বেশকিছু প্রজেক্টে কাজ করতে চলেছেন বলে জানান সংগঠনের সভাপতি।