|
---|
আজিজুর রহমান,গলসি : পূর্ব বর্ধমানের গলসি ১ নং ব্লকের শিড়রাই গ্রামের তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি। গোরুর গোয়ালের চালায় আগুন লাগানোর অভিযোগ দুস্থিতদের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগুনের ফলে শিড়রাই অঞ্চল তৃণমূল যুব সভাপতি আশিষ রায়ের গোয়ালে থাকা যাবতীয় জিনিস পুড়ে যায়। আশিষ রায় জানান, রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ তার গোয়াল লাগোয়া বাড়ির সামনে দুটি বোমা ফাটায় দুস্থিতীরা। ঘটনার জেরে হকচকিয়ে যায় তার পরিবারের লোকেরা। তিনি ঘুম থেকে উঠে দেখেন দাউ দাউ করে পুড়ছে তার ও তার দাদার যৌথ্য থাকা গোয়ালটি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গলসি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও আগুন নেভাতে সহযোগিতা করে। দেখা যায়, বোমা বাজির জেরে বাড়ির সামনে পরে রয়েছে সুতলি ও বেশকিছু পাথরের কুপি। তিনি জানিয়েছেন, রাতের বেলায় বোমার আওয়াজ পেয়ে বাড়ি থেকে বের হয়ে শোয়ালে থাকা গোরু দড়ি খুলে দেয় তার পরিবারের লোকেরা। পাশাপাশি গোয়ালের পাশে থাকা তৃণমূলের দলীয় পতাকা সরিয়ে ফেলেন তিনি। তবে তিনি ওই বিষয়ে এখন প্রযন্ত নিদিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। তার দাবী নিজের চোখে না দেখে তিনি কারও বিরুদ্ধে অভিযোগ করবেন না। এদিকে প্রতিবেশিদের ঘন্টা খানেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের আঁচে গোয়ালে থাকা একটি গোরু আংশিক ভাবে জখম হয়েছে। পাশাপাশি পুড়ে গেছে গোয়ালে মজুত থাকা কাঠ ও ঘুটে। আগুনে সম্পুর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মাটির ও খড় দিয়ে নির্মিত গোয়ালটি। ঘটনার পর গলসি থানার পুলিশ এসে এলাকা ঘিরে রাখে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।