ইউনিভার্সাল পিস ফাউন্ডেশনের উদ্যোগে মাইনোরিটি বিভিন্ন স্কিমের আত্মসমীক্ষা ও আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা,কালিয়াচক: ইউনিভার্সাল পিস ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার তারবিয়া কেমব্রিজ ইন্টারন্যাশানাল স্কুলের অডিটোরিয়াম হলে মাইনোরিটি বিভিন্ন স্কিমের আত্মসমীক্ষা নিয়ে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় স্বাগত ভাষণে সংস্থার সম্পাদক আজিজুর রহমান বলেন, সংখ্যালঘুদের বিভিন্ন যে প্রকল্প রয়েছে সেইগুলো নিয়ে আত্নসমীক্ষার আলোচনা করার সময় এসেছে । জনমত তৈরি করা, সংখ্যালঘু প্রকল্পে কি কি কাজ রয়েছে তা অবগত হতে হবে সাধারণ মানুষকে । বিভিন্ন বিষয়ে আলোচনা ও সচেতনতা আহ্বান জানান । মুলত সরকারী যে যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই সভা । বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য সভায় পরামর্শগুলি লিখিত আকারে সরকারের কাছে পেশ করে বাস্তবায়িত করার ডাক দেন ।

    সামাজিক উন্নয়নের স্বার্থে সচেতনতা ও সামাজিক পরিস্থিতি নিয়ে আত্মসমীক্ষার ওপর জোর দেন সকলেই ।অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের রাজ্য সভাপতি আলহাজ কারী ফজলুর রহমান বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প গুলির রুপায়িত হলে সমাজ পরিবর্তন হবে, যেই কাজগুলো বাকি রয়েছে সেইগুলো চালু করতে হবে। কালিয়াচক কলেজের অধক্ষ নাজিবার রহমান বলেন, সকলকে শিক্ষা অর্জন করতে হবে এবং সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে সচেতন হতে হবে। উক্ত সভায় ছাত্রছাত্রী এবং বিভিন্ন মানুষ উপস্থিত ছিলেন।