মালদা জেলা জুড়ে চলছে নিম্নচাপের ভ্রুকুটি

নিজস্ব প্রতিনিধি, মোথাবাড়ি:

    মালদা জেলা জুড়ে চলছে নিম্নচাপের ভ্রুকুটি। বুধবার শিলা বৃষ্টি ও নিম্নচাপের কারণে আমের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে এলাকার আম চাষীরা। এদিন বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে আমের মুকুলের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।

    যদিও এদিনের বৃষ্টি ও নিম্নচাপে আমের মুকুলের কোন ক্ষতি বা প্রভাব পড়বে না এমনটাই মনে করছে উদ্যানপালন বিভাগ। মালদা জেলায় বিস্তীর্ণ এলাকা এবার ও ব্যাপক আমের আমের মুকুল এসেছে। কালিয়াচক–২ ব্লকের এক আম চাষী আমির আলি বলেন, এই বৃষ্টিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    তবে কতটুকু ক্ষতি হতে পারে বোঝা যাচ্ছে না। অল্প বৃষ্টিতে ক্ষতি কমই হবে আমি মনে করি। তবে প্রচুর মুকুল বিরাজমান আমগাছ গুলিতে। ফজলি, লখনা, আসিনা, গোপালভোগ অনেক আমের মুকুল এসেছে এবার। এদিকে সহ উদ্যান পালন অধিকর্তা রাহুল চক্রবর্তী বলেন, এই নিম্নচাপের কারণে আমের মুকুলের কোন ক্ষতি হবেনা। আতঙ্কিত হওয়ার কিছু নেই। টানা ৪-৫ দিন বৃষ্টি হলে কিছু ক্ষতির আশঙ্কা থাকে।