মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশিকার উপর স্থগিতাদেশ হাইকোর্টের

মহঃ মফিজুর রহমান, নতুন গতি : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আর ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যাবে না । তবে পরীক্ষায় টুকলি বন্ধ করতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করতে পারবে প্রশাসন ও মাধ্যমিক বোর্ড । এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । উল্লেখ্য, মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্যের শিক্ষা পর্যদ ৷ এই মর্মে একটি নির্দেশিকাও জারি করে । সেই কারণেই সংবেদনশীল এলাকাগুলিতে মাধ্যমিক পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা হয় ।

    শিক্ষা পর্ষদের ইন্টারনেট বন্ধ রাখার এই সিদ্ধান্তেই আপত্তি তোলেন অনেকে ৷ তাদের দাবি, ইন্টারনেট বন্ধ থাকার জেরে ব্যাঙ্কিং পরিষেবা সহ অন্যান্য ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হবে ৷ দেশের কোনও পরীক্ষাতেই যেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় না ৷ সেখানে মাধ্যমিক পরীক্ষায় কেন ইন্টারনেট বন্ধ করা হবে ? এই অভিযোগে পিটিশন জমা পড়ে কলকাতা হাইকোর্টে ৷

    মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আর ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যাবে না । তবে পরীক্ষায় টুকলি বন্ধ করতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করতে পারবে প্রশাসন ও মাধ্যমিক বোর্ড ।