বারাসাতে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের।

নাজিবুল্লাহ, বসিরহাট। প্রতিবছরের মতো এবছরও অনুষ্ঠিত হবে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। এই সভাকে ঘিরে রাজ্য তথা জেলা থেকে ব্লক তৃণমূল কংগ্রেসের প্রচার এখন তুঙ্গে। সেই সঙ্গে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল ও। সোমবার উত্তর ২৪ পরগনা বারাসাত রবীন্দ্রভবনে রাজ্য সংখ্যালঘু সেলের পক্ষ থেকে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় রাজ্যে বিজেপির মেরুকরণের রাজনীতি ও দেশের অস্থিরতা পরিস্থিতির জন্য বিজেপিকে দায়ী করেন একাধিক বক্তা। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন আমাদের ভয় পাওয়ার কোন কারণ নেই আগামী বিধানসভায় আমরা আবারও ক্ষমতায় ফিরব। হাজী শেখ নুরুল ইসলাম বলেন ধর্মনিরপেক্ষতার ব্যাপারে ভারতবর্ষের এক নম্বর নেত্রী তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং তিনি আরো বলেন যে উন্নয়ন মমতা ব্যানার্জি করেছেন মানুষ অন্য কোথাও ভোট দেওয়ার কথা ভাবতেই পারেনা কিন্তু যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন তারা বেঈমান এবং বিশ্বাসঘাতকতা করছেন দলের সঙ্গে। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ও নব নির্বাচিত রাজ্য সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি ও হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম, বিধায়ক ও ফুটবলার দিপেন্দু বিশ্বাস, মারিয়া ফার্নান্ডেজ, উত্তর ২৪পরগনা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি ইলিয়াস আলী সরদার, জেলা ইমাম কোঅর্ডিনেটর মাওলানা হাসানুজ্জামান, হাজী আবুল কালাম গাজী, চম্পক নাগ সহ জেলা এবং রাজ্য স্তরের দলের একাধিক নেতৃত্ব। আমরা এবার শুনে নেব কে কি বলেছেন…