|
---|
মহিউদ্দীন আহমেদ, বোলপুর: বোলপুর প্রেস কর্নার ও বীরভূম ভলেনটারি ব্লাড ডোর্নাস এ্যসোসিয়েশনের যৌথ উদ্যোগে বিশিষ্ট সাংবাদিক প্রয়াত অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্মরনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শনিবার বোলপুরের জামবুনীতে প্রেস কর্নারে এই রক্তদান শিবিরে সাংবাদিক সহ মোট ২৮ জন রক্তদান করেন বলে জানা গেছে ।
সাংবাদিক সহ বোলপুরের পদস্হ পুলিশ আধিকারিকরাও এদিন রক্তদান শিবিরে যোগ দেন। প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে সম্মাননা জানানো হয়। দিন কয়েক আগে ইলেকট্রনিক, প্রিন্ট ও ডিজিট্যাল মিডিয়ার বিশিষ্ট সাংবাদিক সংবাদ সঞ্চালক অঞ্জন বন্দ্যোপাধ্যায় কোরনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সংবাদ মহল সহ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে আসে। তারপরই বোলপুরের সাংবাদিত প্রসেনজিৎ মালাকার ও রক্তদান আন্দোলনের কর্মী নুরুল হকের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।