পথচলা শুরু করলো দাসপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম

নিজস্ব সংবাদদাতা,ঘাটাল,পশ্চিম মেদিনীপুর: করোনা আবহে রক্তের সংকট এবং রক্তের গ্রীষ্মকালীন চাহিদা কিছুটা হলেও মেটাতে রক্তদান শিবির আয়োজনের মধ্য দিয়ে পথচলা শুরু করলো প্রস্তাবিত দাসপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম।

    শনিবার সামাজিক দায়বদ্ধতার ও মানবিকতা কথা মাথায় রেখে প্রস্তাবিত এই ফোরাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুরের হাট সরবেড়িয়া ডাঃ বিধান চন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতনের যৌথ উদ্যোগে উল্লিখিত বিদ্যালয়ে আয়োজিত এক রক্তদান শিবিরে কয়েকজন মহিলা সহ চল্লিশজন রক্তদাতা রক্তদান করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী,দাসপুর থানার ওসি অমিত মুখার্জি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক, সভাপতি ক্ষুদিরাম পন্ডিত,প্রস্তাবিত ফোরামের আহ্বায়ক পেশায় ইঞ্জিনিয়ার তুহিন কুমার ঘোষ, রক্তদান আন্দোলনের কর্মী ফাকরুদ্দিন মল্লিক সহ অন্যান্যরা।

    রক্ত সংগ্রহ করেন ঘাটাল মহকুমার ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।এই ফোরাম মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের অনুমোদন পেয়েছে। প্রস্তাবিত ফোরামের আহ্বায়ক তুহিন কুমার ঘোষ এদিনের শিবির সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামীদিনে সবার সহযোগিতায় দাসপুর এলাকায় তাঁরা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।