|
---|
নিজস্ব সংবাদদাতা, তমলুক, পূর্ব মেদিনীপুর: সামুদ্রিক ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে ও ভরা কোটালের প্রভাবে জলোচ্ছ্বাসে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ঝড়ের আগাম সর্তকতা থাকলেও জলোচ্ছ্বাসের এই সর্তকতা না থাকায় মানুষ কিছু বুঝে ওঠার আগেই আচমকা ঘরবাড়ি জলমগ্ন হয়ে গেছে। বাধ্য হয়ে তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। একদিকে করোনা অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় দিশেহারা এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে । এরই ধারাবাহিকতায় মাস্ক , সাবান, শুকনো খাবার বিতরণ করা হয়।
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক সতীশ সাউ বলেন “গত বছরের মতো এ বছরও দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমিতি পরিকল্পনা নিয়েছে । এর অঙ্গ হিসেবে আজ শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা গ্রামের উত্তর ধলহরা হিন্দু বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া শতাধিক মানুষের পাশে সমিতি দাঁড়ালো । আগামী দিনে এলাকায় এলাকায় এই ধরনের কর্মসূচি হবে । সর্বস্তরের শিক্ষক সমাজকে সহযোগিতার জন্য অনুরোধ করছি। ” আজকের কর্মসূচিতে জেলা সম্পাদক সহ তমলুক উত্তর চক্রের মৌমিতা প্রামাণিক, তমলুক গ্রামীণ চক্রের সম্পাদক স্বপন মন্ডল, উৎপল বেরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।