|
---|
মুর্শিদাবাদের এস এফ আই 22 তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জঙ্গিপুর হাই স্কুল মাঠ।
এস এস আই, নতুন গতি, মুর্শিদাবাদ: উক্ত সম্মেলনে মাধ্যম দিয়েই আগামী দিনের পথ চলার শপথ নেন এসএফআই কর্মীগণ ও জেলা সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন এদিনের সম্মেলনের মাধ্যমে।
রাজ্যের কেন্দ্রের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এনআরসি নিয়েও কথা বলেন ও বেকারত্ব ছেলেমেয়েদের কথা ও বিভিন্ন আলোচনার মাধ্যমেই উঠে আসে। ও রাজ্যের শিক্ষা ব্যবস্থার এদিনের সম্মেলনে আলোচনা হয়।সম্পাদক শাহনওয়াজ ইসলাম বলেন আগামী কলেজ নির্বাচনী আমাদের বর্তমান এর মূল উদ্দেশ্য । কিভাবে আগামী দিনের ভুল শোধরানো যায় সেগুলোই আমরা চেষ্টা করব ।এবং সংগঠনকে আরো শক্তিশালী করে তোলার প্রাণপণ চেষ্টা।
উক্ত সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসএফআই কর্মী আসেন ও রাজ্য নেতৃত্ব এদিন দেখা যায় মঞ্চে।