ই শক্তি কর্মসূচির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠী গুলোকে পোর্টালের আওতায় আনার শুভ সূচনা বীরভূমে

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: বীরভূম জেলা় নাবার্ডের উদ্যোগে আজ সিউড়িতে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের সভাকক্ষে ই শক্তি কর্মসূচির শুভ সূচনা তথা ই শক্তি র মাধ্যমে পোর্টালের নথিভুক্ত করনের উদ্দেশ্যে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গত ১৯৯২ সাল থেকে নাবার্ডের প্রচেষ্টায় শুরু হয় স্বনির্ভর গোষ্ঠী গঠন পরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ সরকারি ভাবে ও যে সমস্ত স্বনির্ভর দল গঠন করা হয়েছে সেগুলো কে আরো শক্তিশালী ও স্বচ্ছতা আনতে ডিজিলাইটেশন তথা এই কর্মসূচির উদ্যোগ। পরীক্ষা মূলক ভাবে প্রথম মহারাষ্ট্রের ধূলা ও ঝাড়খন্ড রাজ্যের রামগড়ে শুরু করা হয় ই শক্তির কাজ, পরবর্তী কালে মেদিনীপুর জেলায় শুরু হয়, এবছর বীরভূম জেলায় ও ১২০০ স্বনির্ভর গোষ্ঠীকে নিয়ে পরীক্ষা মূলক হিসেবে ই শক্তির আওতায় আনার পথ চলা শুরু হচ্ছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা এ ডি এম শুভাশিস বেজ,ডি আর ডি এ সেলের বিভিন্ন আধিকারিক, ইউকো ব্যাঙ্কের এল ডি এম রীতঙ্কর কুন্ডু, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের সি ই ও বেনজির রহমান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার আধিকারিক ও উক্ত কর্মে নিযুক্ত কর্মীগণ। একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানান নাবার্ডের বীরভূম জেলার অধিকর্তা তথা ডি ডি এম সুর্মত্য ঘোষ। উপস্থিত আধিকারিক গন এই কর্মসূচির সফলতা কামনা করেন সেই থেকে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেন।