চাঁচলে প্রতিবাদ মিছিল

উজির আলী, নতুন গতি, চাঁচল: তেলেঙ্গানার পশু চিকিৎসক কে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় ধর্ষকদের শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন কলেজে কলেজে পড়ুয়াদের প্রতিবাদ ও মৌন মিছিল তুঙ্গে।

    একই ভাবে মঙ্গলবার চাঁচল কলেজের ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। এদিন সকাল দশটা নাগাদ কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। গোটা চাঁচোল শহর পরিক্রমা করে চাঁচোল স্ট্যান্ডে এসে নেতাজির আবক্ষ মূর্তির সামনে নির্যাতিতার উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করে। পাশাপাশি এই ঘটনায় ধর্ষকদের কঠোর শাস্তির দাবী জানাই পড়ুয়ারা। এই দিনের এই প্রতিবাদ মিছিলে প্রায় ৭০০ পড়ুয়া মিছিলে পা মেলান।

    উল্লেখ্য, তেলেঙ্গানার পেশায় চিকিৎসক প্রিয়াঙ্কা রেডডিকে গণধর্ষণ করে পুড়িয়ে মেরেছে কয়েক নর পশুরা। এই ঘটনায় উত্তাল হায়দ্রাবাদ সহ সারাদেশ। প্রতিবাদের ঢেউ এসে পড়েছে পশ্চিমবঙ্গেও। কলেজে কলেজে ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করা হচ্ছে। এর প্রভাব পড়েছে রাজ্যেও। তাই রাজ্য সরকার নারী নিরপত্তা বিষয়ে পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশও দিয়েছেন।

    কোনও মহিলা যে থানায় অভিযোগ দায়ের করবেন, সেই থানার পুলিশকেই সংশ্লিষ্ট থানা বা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সমস্যার সমাধান বা নিষ্পত্তি করতে হবে। অনেক মহিলা থানাও রয়েছে। সেগুলির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেন জেলার পুলিশ কর্তাদের। সোমবার নবান্নে রাজ্যের আইনশৃঙ্খলা-সহ নানা বিষয় নিয়ে বিভিন্ন জেলার এসপিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। সেখানেই নারী নিরাপত্তার বিষয়ে কড়া নির্দেশ দেন তিনি।