রাখি বন্ধন ও বিজয়া সম্মিলনী এবং কাব্য গ্রন্থ আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি : বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি ও সাঁঝের প্রদীপ পত্রিকার যৌথ উদ্যোগে ১৬ অক্টোবর, ২০২২ সিঙ্গুর সুকান্ত ভবনে অনুষ্ঠিত হয় রাখি বন্ধন ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠান । অনুষ্ঠানটির সভাপতি করেন বিশিষ্ট লেখিকা ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা বিথী বন্দ্যোপাধ্যায় । মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও নাট্যকার জগন্নাথ বন্দ্যোপাধ্যায় ও আকাশবাণী প্রোডাকশনের অন্যতম ব্যক্তিত্ব তুহিন চ্যাটার্জী এছাড়াও উপস্থিত ছিলেন আবৃত্তি কার অরুনিম পাল , কবি বন্দনা মালিক , কবি শশাঙ্ক অধিকারী , কবি অভিরূপ বন্দ্যোপাধ্যায় (দ্রাঘিমা পত্রিকার সম্পাদক ) , কবি মৃন্ময় কান্তি সূর, সাংবাদিক অনন্ত সাঁতরা, তারাপদ ধল , দিলীপ সাঁতর (জন কল্লোল পত্রিকার সম্পাদক ) , কবি রঞ্জিত সাবুই এবং অনেক বিশিষ্টজন । অনুষ্ঠানে বিভিন্ন লেখক লেখিকার স্বরচিত কবিতা ও গল্প পাঠের সঙ্গে বিভিন্ন শিল্পীর সংগীত পরিবেশন অনুষ্ঠানটিকে আরো মহিমান্বিত করে তোলে । অনুষ্ঠানটির আরো এক বিশেষ আকর্ষণ তুহিন চট্টোপাধ্যায় মহাশয়ের হাত দিয়ে সুস্মিতা দাসের নবতম কাব্য গ্রন্থ *মেঘ বৃষ্টির শুভ দৃষ্টি* আত্মপ্রকাশ । অনুষ্ঠানে সুস্মিতার বক্তব্য ও কাব্য প্রয়াস সকলেরই মন আকর্ষণ করে । অনুষ্ঠানটির উদ্যোক্তা এবং কমিটির সদস্যদের এই উদ্যোগকে অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রোতা, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং সিঙ্গুর বাসি সকলের কাছে প্রশংসনীয় ।