|
---|
নিজস্ব প্রতিনিধিঃ গত রবিবার থেকে কলকাতা মেট্রো রেলের কাজের জন্য খোড়া হচ্ছিল টানেল। তার ফলস্বরূপ বৌবাজারে দূর্গাপ্রিতুরি লেনে কম্পন অনুভূত হয় আর প্রায় ৫০টি বাড়িতে ফাটল দেখা যায়। বিপদজনক অবস্থা বুঝে ১৮টি বাড়ি ২৫৪ জন বাসিন্দাকে সরিয়ে নিয়ে আসা হয়। সেই বাড়ি গুলির কিছু কিছু অংশ ভাঙতেও শুরু করেছিল।
আজ বেলা ১২টা ১০মি: নাগাদ হটাৎ বৌবাজারের ১৩/এ নঃ বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকা বাসির ধারনা তাদের বাড়ীও এবার হইতো ভেঙ্গে পড়তে পারে। ২০১৭-১৮ সালের মধ্যে বাড়িটি মেরামতও করা হয়েছিল বলে সূত্রের খবর।
৪ মাস বাদেই বাড়ি মালিকের মেয়ের বিয়ে, সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নতুন রঙ করা বাড়ি। মাথায় হাত শীল পরিবারের সকলের।
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (এমএমআরসিএল) কর্মকর্তাদের মতে, ভূগর্ভস্থ টানেল জলাবদ্ধতায় ১৮ টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
পূর্ব-পশ্চিম মেট্রো রেলপথ প্রকল্পের চলমান ভূগর্ভস্থ টানেলের বোরিং কাজের কারণে তাদের বাড়িঘর গুরুতর ফাটল তৈরির পরে মধ্য কলকাতার বোবাজার এলাকার প্রায় ২৫৪ জন বাসিন্দাকে বিভিন্ন হোটেলে স্থানান্তর করা হয়েছে।
ফায়ার ব্রিগেডের এক আধিকারিক জানিয়েছেন, কয়েকটি বিল্ডিংয়ের বেশকিছু অংশগুলিও ভেঙে পড়েছে, তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনো। এইমুহুর্তে এলাকাটি পুলিশ দ্বারা সুরক্ষিত রাখা হয়েছে।