মহরম উপলক্ষ্যে শান্তি কমিটির মিটিং বীরভূমের লোকপুর থানার উদ্যোগে

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: ৩ সেপ্টেম্বর আজ বীরভূম জেলার লোকপুর থানার উদ্যোগে আসন্ন পবিত্র মাহে মহররম উপলক্ষ্যে লোকপুর থানার মুসলিম অধ্যুষিত গ্রামের আখড়া তথা আস্তানা কমিটির সদস্যদের নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিতে এক মিটিং এর আয়োজন করা হয় লোকপুর থানার নতুন ভবনে। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী মহররমের শোভাযাত্রা, লাঠিখেলা ইত্যাদি কর্মসূচি পালন করা হবে।মদ খেয়ে পাগলামি বা হাতে অস্ত্র নিয়ে যেন খেলা বা ঘোরাঘুরি না করে, সেই সঙ্গে ডিজে ব্যবহারের উপর ও বন্ধ রাখার আহ্বান জানান। প্রশাসনিকভাবে উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি অরূপ কুমার দত্ত,সি,আই পীযূষ লায়েক, থানার সেকেন্ড অফিসার ইনচার্জ রবীন্দ্রনাথ দে।লোকপুর,রুপুষপুর ও নাকড়াকোন্দা পঞ্চায়েতের বিভিন্ন মুসলিম অধ্যুষিত গ্রাম থেকে আগতদের মধ্যে ফুলসাদ খাঁ,মুরতাজ খাঁ,সেখ শিশুল,সেখ সামসের, পিয়ার মোল্লা,হারু খাঁ,বিনোদ খাঁ প্রমুখ ব্যক্তিরা গ্রাম বা আখড়া কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। পারস্পরিক সহযোগিতা ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে মহররম পালিত হবে বলে কমিটির সদস্যরা আশ্বাস দেন। অপরদিকে লোকপুর থানার ওসি অরূপ কুমার দত্ত ঘোষণা করেন থানার প্রতিনিধিরা বিভিন্ন গ্রামের আখড়া ঘুরে ঘুরে মহররম উপলক্ষ্যে সমস্ত দিক খতিয়ে দেখে মহররম কমিটিকে পুরস্কৃত করা হবে।