|
---|
সংবাদদাতা: আজ হাওড়া জেলার উলুবেড়িয়া পৌরসভার ২৬ নং গরুহাটাতে দিদিকে বলো জনসংযোগ যায় অনুষ্ঠিত হলো দলের নিদেশ অনুযায়ী তূনমুল যুব সভাপতি মইনুদ্দিনমিদ্দে ওরফে বাদশা মিদ্দের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। পরিচালনা করেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভার কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান শ্রী অভয় দাস, কাউন্সিলার আকবর সেখ, কাউন্সিলার রবিয়ুল মোল্লা, ব্লক সভাপতি শ্রী বেনুকুমার সেন, কাউন্সিলার তৃপ্তি অধিকারী, শ্রী মুকতেশ দে, সেখ মুস্তাক প্রমুখ ।