সামসিকে পুলিশ জেলা ঘোষনার দাবী জোরালো হচ্ছে

উজির আলী, নতুন গতি, চাঁচল: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মালদাকে ভেঙে দুটি পুলিশ জেলায় রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে সবারই জানা। তারপর থেকেই রতুয়া-১ ব্লকের সামসীকে পুলিশ জেলার হেডকোয়ার্টার রূপে দেখার বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার চালাচ্ছে সামসি বাসী।
উত্তর মালদহের কেন্দ্রবিন্দু সামসীকে পুলিশ জেলা হিসেবে গড়ার দাবিকে সামনে রেখে জোড়তোড় চেষ্টা করছে সামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ নাগরিকরা।
রবিবার সামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে রতুয়ার বিধানসভার বিধায়ক সমর মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি আবিদা বেগম, মালদা জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির বাজনা, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পায়েল খাতুন ও তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মুশারফ হোসেন এছাড়াও বিশিষ্ট শাসকদলীয় নেতৃবর্গদের নিয়ে এদিনের জরুরী বৈঠক আয়োজন করলেন সামসি ব্যবসায়ীক সমিতি। এদিনের সভার সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির অজয় কুমার শর্মা বলে খবর।
এদিনের বৈঠকে আলোচনার মাধ্যমে উঠে আসে উত্তর মালদার ঐতিহাসিক দাবী। যখন মহকুমা গড়ে তোলার দাবি উঠে তখন সামসি ও চাঁচলের মধ্যে দীর্ঘদিন ধরে স্নায়ুযুদ্ধ চলেছিল। বিভিন্ন কারণে সামসী উত্তর মালদার কেন্দ্রবিন্দুতে থাকলেও কোন কারণ বশত সামসীকে মহকুমা হিসাবে ঘোষণা করা হয়নি বলে দাবী ব্যবসায়ী সমিতির। তবে এবার হাতছাড়া করতে নারাজ সামসি বাসী।
মঙ্গলবার মালদা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। সেইদিন সামসি ব্যবসায়ী সমিতি মুখ্যমন্ত্রীর কাছে পুলিশ জেলা দাবি পত্র পেশ করবেন বলে খবর।