চাঁচলে দুদিনের মধ্যে একই স্থানে দুটি দোকানের অগ্নিকাণ্ডে আতঙ্কে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা

উজির আলী,চাঁচল: ১৭ নভেম্বর দুদিনের মাথায় আবারও চাঁচল হাসপাতাল মোড়ে আগুনে পুড়ে ছাই হল একটি মুদিখানার দোকান। জানা যায়, শনিবার গভীর রাতে ওই মুদিখানার দোকানে লেলিহান অগ্নি শেখা নজরে আসে বাসিন্দাদের।স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে কাজে লাগে অক্ষম হলে পরবর্তীতে খবর দেওয়া হয় চাঁচল অগ্নি নির্বাপক কেন্দ্রে। মুহুর্তে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পাশাপাশি দোকানে আগুন ছড়াবার আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সূত্রের খবর, দুদিনের মাথায় একই জায়গায় পরপর দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ওই এলাকার স্থানীয় ব্যবসায়ীরা। এনিয়ে আতঙ্কে রয়েছে স্থানীয় ব্যবসায়ী সমিতি।
এনিয়ে দোকান মালিক রঞ্জন সরকারের চিন্তার ভাজ পরেছে। তিনি জানান, দীর্ঘ কয়েক দশক ধরে ওই এলাকায় মুদিখানা দোকানের ব্যবসা করে আসছি । কারো সাথে কোন রকম ভাবে শত্রুতা নাই।শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোন কারণ থাকতে পারে না ।তবে দমকল বাহিনীর শট সার্কিট থেকে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে অনুমান করছেন। তবে পরপর দুইদিন একইরকমভাবে একই স্থানে আগুন লাগার কারণ এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে বলে তিনি অভিযোগ করছেন। সমস্ত দোকানের রেশন সামগ্রী পুড়ে ছাই হয়ে যাওয়ার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা বলে তিনি দাবী করেছেন। এনিয়ে এদিন চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, পরপর দুইদিন একই স্থানে পাশাপাশি দুটি দোকানে অগ্নিকাণ্ড ঘটার ফলে স্থানীয় ব্যবসায়ীরা একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুরো ঘটনা তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।