গলসিতে পুলিশের বাইক টহলে নিরাপত্তা পাচ্ছেন বহু সাধারণ মানুষ

আজিজুর রহমান,গলসি : আইন শৃঙ্খলা সুষ্ঠ রাখতে গলসি এলাকা জুড়ে শুরু হয়েছে মোটর সাইকেল টহল। গলসি ওসি দীপঙ্কর সরকারের উদ্দ্যোগে বেশ কিছুদিন পূর্বে ওই কাজ শুরু করা হয়েছে। এর জেরে একদিকে যেমন এলাকায় বিভিন্ন ধরনের ক্রাইম কমছে। তেমনই সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক সুমধুর হচ্ছে। স্থানীয় বাসিন্দা লালন সেখ বলেন, প্রতিদিন বিকেল থেকে ওই টহল শুরু হয়ে এলাকায় বিভিন্ন জায়গায় পৌছে যায়। চলে রাত অবদি। ফলে তাদের এলাকার স্কুল পড়ুয়া, নিত্যযাত্রী থেকে বহু মানুষ বেশ সাচ্ছন্দে যাতায়াত করতে পাচ্ছেন। তিনি বলেন, ডিভিসির সেচ ক্যানেল সংলগ্ন রাস্তা, গ্রামের মোড়, মাঠের রাস্তা সহ বিভিন্ন নির্জন জায়গায় দাঁড়িয়ে এলাকার পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখেন সিভিকরা। তাছাড়াও নজর রাখছেন এলাকায় বিভিন্ন মোটর বাইক, চারচাকা গাড়ি সহ অপরিচিত মানুষের গতিবিধি। আজ তার গাড়ি খারাপ হওয়ায় তাকে সহযোগিতা করেছেন কতব্যরত সিভিক ভলেন্টাররা। শিল্লার বাসিন্দা শ্রীমান ঘোষ বলেন, সিভিকরা থানার মোবাইল গাড়ির সাথে যোগাযোগ রেখে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকেন। তার সাথে তাদের এলাকায় বিভিন্ন জায়গার মানুষের হাতে পৌঁছে দিচ্ছেন থানা সহ নিজেদের ফোন নম্বর। এই ভাবেই গোটা এলাকা জুড়ে নেটওয়ার্ক তৈরি করে নিরাপত্তা দিতে উদ্দ্যোগী হয়েছেন গলসি ওসি দীপঙ্কর সরকার। সন্ধিপুর গ্রামের বাসিন্দা ফুলকুমার ঘোষ বলেন, এর জন্য গলসি এলাকায় ক্রাইম অনেকটাই কমেছে। এর জন্য কিছুদিন পূর্বে ছিঁনতাই হয়ে যাওয়া টাকা ও অলঙ্কার সামগ্রী সহ একটি ডাকাতের দলকে ভিন জেলা থেকে গ্রেপ্তার করেন গলসি পুলিশ। আবিরা সুলতানা নামের এক স্কুল পড়ুয়া বলেন, ওই টহলের জন্য তারা ভিন গ্রামে নির্বিঘ্নে টিউশন পড়তে যেতে পারছেন। তাদের সাথে সাথে যাতায়াত করতে পারছেন বহু সাধারণ মানুষ। তার মত বহু মানুষ ভরসা পাচ্ছেন দিন ও রাতে বাড়ি থেকে বের হয়ে নিজেদের কাজ করে পুনরায় বাড়ি ফিরতে। গলসি ওসির এমন উদ্দ্যোগের প্রশংসা করেছেন সমাজের বহু মানুষ।