|
---|
খান আরশাদ, বীরভূম : দূরারোগ্য ক্যান্সার যন্ত্রণা সহ্য করতে না পেরে গায়ে আগুন জ্বেলে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। মমর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগর থানার অন্তর্গত রমজুপাড়া গ্রামে। মৃতের নাম সেখ গফুর (৮০)। স্থানীয় সূত্রে জানা গেছে গফুর বেশ কয়েক বছর ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তার গলায় ক্যান্সার হয়েছিল। নিজের বাড়িতেই স্ত্রী সহ থাকতেন গফুর। পেশায় ছিলেন হকার। পরে ভিক্ষে করতেন। প্রতিবেশী সেখ ইন্তাজ দুবেলা দুমুঠো খাবার গফুরদের স্বামী-স্ত্রীর মুখে তুলে দিতেন। হতদরিদ্র গফুর বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও কোনো সুফল পাননি। ক্যান্সার এর জ্বালায় তিনি অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এদিন নিজের বাড়িতে থাকা কেরোসিন গায়ে ঢেলে আত্মহত্যা করেন। সে সময় বাড়িতে তার স্ত্রীও ছিলেন না । পরে প্রতিবেশীরা জানতে পারেন। খবর দেওয়া হয় রাজনগর থানায়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিউড়ি পাঠানো হয়।