|
---|
মহঃ সফিউল আলম, বীরভূম: বীরভূম জেলার সদর শহর সিউড়িতে লালদিঘি পাড়ায় ২০ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এপোলো ইনফরশেশন এন্ড ডায়গোনোস্টিক সেন্টারের৷ উপস্থিত ছিলেন চেন্নাই এর বিশিষ্ট চিকিৎসক ও সুধীবৃন্দ প্রমুখ৷ উন্নতমানের চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা পাবেন অসংখ্য সাধারণ মানুষ এমনটাই মনে করা হচ্ছে৷ উক্ত সেন্টারের তরফে সমাজসেবী মহঃ আজাদুর রহমান বলেন, একাধিক বিশিষ্ট চিকিৎসক চেন্নাই থেকে এসে এখানে নিয়মিত চিকিৎসা করবেন৷ যাঁরা ইতিপূর্বে চেন্নাই এ চিকিৎসা করিয়েছেন বা নতুন করে চিকিৎসা করাতে ইচ্ছুক তাঁরাও এখানে পরামর্শ নিতে পারবেন৷ কথা বলতে পারবেন খ্যাতনামা চিকিৎসকদের সঙ্গে৷
উক্ত উদ্বোধনী সভায় তথা সূচনা পর্বের অনুষ্ঠানে চেন্নাই থেকে আগত চিকিৎসক ডাঃ মাধন থিরুভেঙ্গাড়া ( অস্থি বিশেষজ্ঞ) , ডাঃ শিবা সিং শেখাওয়াত ( প্রসূতি বিশেষজ্ঞ ) , শিল্পপতি ও সমাজসেবী কমল খান, চেন্নাই এর আমন্ত্রিত তালিকাভুক্ত অতিথিদের তরফে প্রতিনিধি হিসাবে সৌরভ মুখার্জী প্রমুখ হাজির ছিলেন৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশিষ্ট চিকিৎসকরা জানান, নিয়মিত তাঁরা এখানে এসে রোগীদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা ও যথাযথ সুপরামর্শ দেবেন৷ সিউড়িতে উদ্বোধনের দিন শনিবার থেকেই রোগী দেখতে শুরু করেন তাঁরা৷ কয়েকজন রোগী ও তাঁদের আত্মীয়দের প্রতিক্রিয়া, এই সেন্টারটি গড়ে ওঠায় আমরা বীরভূমের মানুষ, সংলগ্ন জেলা তথা প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডের অগণিত মানুষ দারুণ ভাবে উপকৃত হবো৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক বরুণ কুমার দাস৷ উপস্থিত সকলকে এদিন যথাযথ ভাবে আপ্যায়িত করেন উদ্যোক্তা ও আয়োজকরা৷