চন্ডিগড়ে অনুষ্ঠিত বিশ্ব কবিতা সম্মেলনে সমাদৃত হলেন দমদমের মিলি দাস।

লুতুব আলি, ১৮ নভেম্বর : পাঞ্জাবের চন্ডিগড় এর অনুষ্ঠিত হল চতুর্থ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও বিশ্ব কবিতা সম্মেলন। এই সম্মেলনে পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত হয়ে সম্মানিত হলেন দমদমের ভূমিকন্যা মিলি দাস। ভারত সরকার স্বীকৃত সাহিত্য সংগঠন আজাদ ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড লিটারেচারের উদ্যোগে দুইদিন ধরে চন্ডিগড় শহরের সেক্টর ১৭ এর ওয়েস্টার হোটেলে এই সম্মেলনটি হয়। বাংলা ও ইংরেজিতে এই দুই ভাষাতেই কবিতা লেখার ক্ষেত্রে তিনি মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। ইতিমধ্যে তিনি জাতীয় আন্তর্জাতিক স্তরে বিশেষভাবে সম্মানিত হয়েছেন। বিশ্ব সাহিত্য সম্মেলনে মিলির কথা ও কবিতা পরিবেশনার পরই দেশ-বিদেশের বহু গুণী শ্রোতারা বাহবা দেন। উচ্চ প্রশংসিত হওয়ার অব্যবহিত পরই মিলি দাস কে ডিস্টিঙ্গুইসড অফ অনার সম্মানে ভূষিত করা হয়। সম্মেলনের সভাপতি এবং ভারতীয় সাহিত্যে ইমেরিটাস অধ্যাপক, দ্য ইউরোপিয়ান ইনস্টিটিউট অব রোমা স্টাডিজ জে এস আনন্দ বলেন, অবক্ষয়ী সমাজ ব্যবস্থায় সাহিত্যের মাধ্যমে শূন্য তাকে পূরণ করতে হবে। সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইরান, অস্ট্রেলিয়া, ভুটান, সার্বিয়া, মিশর, জর্ডান, জার্মানি ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য থেকে কবি সাহিত্যিক ডাক্তার বহু গুণী মানুষের সমাবেশ ঘটে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ব্রাম জগদীশ সিং, ড: কে কে রাতু, চীনা সিং, ড: ললিত মোহন শর্মা, ড: মলি জোসেফ, ড: আই ডি সিংহ ছাড়াও ড: ভগিরথ চৌধুরী, হরিশ নারাং, প্রাক্তন অধ্যাপক জে এন ইউ দিল্লি, নিউ ইয়র্কের কবি ডা: মাজা হারমা সেকুলিক, অস্ট্রেলিয়ার কবি ড: বজরাম রাদজেপাজিক, মিশর থেকে ড: জর্জ অনসি, জর্ডানের ড: নিজার সা র তাভি, জার্মানির এপ্রিলিয়া জ্যাক, ড: মনন্দর সিং । মিলি দাস মাটির ভাষায় ভালোবাসার ও মৃত্যুর কবিতা লিখে বিশ্বের দরবারে নিজেকে মেলে ধরেছেন।তাঁর সৃজনশীল কাজের জন্য ভুয়সী প্রশংসা পান। মঞ্চ পরিচালনা করেন ড: প্রণীত যাগ্গি, হরিন্দর চীমা।