|
---|
লুতুব আলি : মহরম উপলক্ষে বর্ধমানের তাঁত খন্ড আপনজন সংঘের ইসলামিক কনফারেন্স। বর্ধমান ২নং ব্লকের তাঁত খন্ড বল্লালদিঘি পাড় আপনজন সংঘের উদ্যোগে এক বিরাট ইসলামিক কনফারেন্সে, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্তা ও আলেমেদ্বীন মাওলানা শওকত আলী মাজহারী। সভাপতিত্ব করেন হাজী খলিলুর রহমান। এই কনফারেন্সের সঞ্চালক স্কুল অফ ইসলামিক স্টাডিজের পরিচালক তথা স্থানীয় মসজিদের ইমাম হাফিজ আহমাদুল্লাহ বলেন।এই কনফারেন্সের প্রধান বক্তা মাওলানা শওকত আলী মাজহারী বলেন, মহররমের দিন বাহ্যিক যা কিছু প্রদর্শিত হয় তা সবই অপ্রয়োজনীয়। এই কনফারেন্সে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কারী জাকির হোসেন, কারী ইয়াসিন, মাওলানা নুর আলম প্রমুখ। এই মিলাদ মেহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল নেশার মইনুদ্দিন, জহুর আলম মল্লিক, মোক্তার খান। এই কনফারেন্স টি কে সর্বতোভাবে পরিচালনা করতে সহযোগিতা করেন হাফিজুর রহমান, নুরুল উল্লাহ, শেখ সন্তু, শেখ ওয়াসিম বারি, মোজাম্মেল খান, শেখ গাজী প্রমুখ। অন্যদিকে ভাতারের ঝুজকো ডাঙ্গার বাসিন্দা মিসকিন মন্ডল মহরমের দিন মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে বার্তা দিলেন, মহরমের দিন নৃত্য লীলা থেকে বিরত থাকুন এবং মানুষের সামাজিক প্রয়োজনে আত্মনিয়োগ করুন।