|
---|
সেখ মহম্মদ ইমরান,নতুন গতি:-
দেশজুড়ে লকডাউনের সংকটকাল। রুটি রোজগার বন্ধ। এইরকম এক কঠিন দুঃসময়ে অসহায়দের পাশে দাঁড়ালো নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)। বামপন্থী শিক্ষক সংগঠনের মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরিতে আয়োজিত হয় এক ত্রাণ শিবির। এদিন ৭১ টি পরিবারের হাতে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে ত্রাণ বিতরণ করা হয়।
ডাচিনি,নুন,সুজি, সোয়াবিন, বিস্কুট, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়,জিরা গুঁড়া, মাস্ক ও সাবান সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ত্রাণ হিসেবে তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিকে সাফল্য মন্ডিত করতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বিপত্তারণ ঘোষ, সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান,জোনাল সম্পাদক শান্তনু সিনহা, সভাপতি সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব। এলাকাবাসী এদিনের কর্মসূচির ভূয়সী প্রসংশা করেন।