|
---|
সেখ মহম্মদ ইমরান, খড়গপুর:করোনা আবহে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন পশ্চিম মেদিনীপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও কেশপুরের বিধায়ক শিউলী সাহা। বুধবার সকালে খড়গপুর শহরের দুর্গামন্দির প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
তাঁর উদ্যোগে ও
খড়গপুর মহিলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনামা মান্য করে ৩০জন মহিলা রক্তদান করেন। এই মহতী উদ্যোগকে সাফল্য মন্ডিত করতে ও রক্তদাতাদের উৎসাহিত করতে
এদিন উপস্থিত ছিলেন বিধায়ক শিউলী সাহা সহ খড়গপুরের বিধায়ক ও খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার, খড়গপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ভাইস চেয়ারম্যান হানিফ চাচা ,মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। নেটিজেনরা এই রকম উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।