চাঁচল ১ ব্লকের কলিগ্রাম পঞ্চায়েত অফিসে ১৬ দফা দাবী নিয়ে বিজেপির শ্মারকলিপি

উজির আলী, নতুন গতি, চাঁচল, ২৫ নভেম্বর: পর্যাপ্ত আলো ও নিকাশি নালা পরিষ্কার সহ মোট ১৬ দফা দাবি নিয়ে চাঁচল ১ নং ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসে শ্মারক লিপি জমা দিল বিজেপি।
সোমবার দুপুরে কলিগ্রাম অঞ্চলের দলীয় কার্যালয় থেকে বিজেপি কর্মী সমর্থকরা একটি মিছিল বের করে। যা গোটা গ্রাম পরিক্রমা করে কলিগ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে এককাটটা হয়ে তারা বিক্ষোভ দেখান। পরে ছয়জনের একটি প্রতিনিধিদল পঞ্চায়েত প্রধান রেজাউল খানের সঙ্গে বৈঠকে বসেন বলে খবর। এদিন বিজেপির তরফে ১৬ দফা সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় প্রধানের হাতে। বিজেপির ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সুভাষ কৃষ্ণ গোস্বামী, চাচল ১ নং ব্লকের দলীয় সভাপতি লক্ষণ পান্ডে সহ আরো অন্যান্য বিজেপি সমর্থকরা।
এ বিষয়ে কলিগ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সুভাষ কৃষ্ণ গোস্বামী বলেন, আমরা পঞ্চায়েত প্রধানের কাছে মোট ১৬ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছি। স্মারকলিপিতে এলাকার মানুষের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরা হয়েছে। আমরা প্রধানের কাছে আশা রাখবো প্রধান যাতে ওই সমস্যা দ্রুত সমাধান করেন।
এ ব্যাপারে কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান রেজাউল খান বলেন, বিজেপির কর্মী-সমর্থকেরা আজ ১৬ দফা দাবি নিয়ে আমার কাছে একটি স্মারকলিপি জমা দেন, যতটা সম্ভব সমস্যাগুলি দ্রুত সমাধান করব।