|
---|
আলিফ ইসলাম: মেমারি : ১৬ জুন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের শ্যামসায়র (দক্ষিণ)আর বি ঘোষ রোড খোসবাগানে অবস্থিত বর্ধমান সাহিত্য পরিষদ এদিন বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নিজ ভবনে মেঘদূত উৎসব তথা পরিষদের জন্মদিন পালন করে। বর্ধমান রাজার আমলে প্রতিষ্ঠিত বর্ধমান সাহিত্য পরিষদ ১৩১২ বঙ্গাব্দের ১ আষাঢ় প্রতিষ্ঠিত হয়। বর্তমান সভাপতি মুরারি মোহন কুমার এবং সম্পাদক কাশীনাথ গাঙ্গুলীর পরিচালনায় নব কলেবরে এগিয়ে চলেছে বর্ধমান সাহিত্য পরিষদ। এদিন এক মহতী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিষদ দশজন প্রবীণ সদস্যকে সম্বর্ধনা জ্ঞাপন করে। এই দশজন গুণী প্রবীণ হলেন যথাক্রমে মুরারি মোহন কুমার, নিতাই মুখার্জী,প্রদীপ ব্যানার্জী, আবু মনিরুদ্দিন চৌধুরী, পঞ্চানন মুখার্জী, সুষমা মিত্র, নমিতা রাউত,দীপেন্দ্র নাথ শীল, সুধীর কুমার হাজরা, জয়ন্ত মিদ্দা।যদিও পরিষদ এর পরিসর অপ্রতুল হওয়ায় উপস্থিত জনসমাগমের বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয়। তবু এই মহতী প্রয়াসের সর্বাঙ্গীন শুভেচ্ছা কামনা করেন আগত সন্মানীয় ব্যক্তিবর্গ।